Skip to main content

Posts

Showing posts from April, 2019

Self-motivational kits for tertiary students: A brief guide to purposeful destination

In my little experience in tertiary teaching profession, I have found that most of the students do not find any meaningful purpose for their higher education. They are blindly running after getting grades and degrees and they believe with those degrees they will get a good or a random job meaning they grow a money-making tendency. By this time, they miss to find the bigger picture of the mind and do not see any meaningful purpose which can satisfy their minds and motivate them to do hard work to accomplish the purpose. Eventually, many of them feel extremely frustrated and consider their coursework as a great burden. But why? Probably, because of lack of expressive purpose, they cannot convince their mind to go for extra mileage in terms of hard work. Verily, just a job cannot be the purpose of life, as there is something deeper inside which feeds our soul to go beyond our capacity to thrive and grow. That’s the purpose! Say for example, someone likes to work in a hospital as a d

ভেটেরিনারী পেশা: একটি সাধারণ দৃষ্টিকোণলব্ধ উপলব্ধি

প্রাণী চিকিৎষকের পেশাকে ভেটেরিনারী পেশা ( Veterinary Profession ) বলা হয়ে থাকে। প্রাণী চিকিৎষকদের সংক্ষেপে ভেট ( Vet ) - এই ডাকনামে ডাকা হয়। আমরা হয়ত অনেকে এই পেশা সম্পর্কে খুব বেশি একটা জানি না। বিশেষত কারো যদি কোন পোষা প্রাণী না থেকে থাকে কিংবা গৃহপালিত প্রাণী   পালন করা না দেখে থাকেন, তার পক্ষে প্রাণী চিকিৎষক সম্পর্কে না জানাটা খুবি স্বাভাবিক একটা ব্যাপার। আর মানুষ-প্রাণীর সম্পর্কের গভীরতা জানা ব্যতিরেকে ভেটেরিনারী পেশার মাহাত্ম্য বুঝা কঠিন। মানুষ ও প্রাণীর সম্পর্কও যে কত গভীর হতে পারে , কত আবেগঘন হতে পারে তা না দেখলে বুঝা দুষ্কর। ধরুন, ছোট্ট একটি শিশু।   সে কথা বলতে পারে না। আমরা যখন তাকে আদর করি, সে আমাদের সাথে যোগাযোগ করে তার শান্ত-মিষ্টি চাহনি আর নিষ্পাপ হাসি দিয়ে। তার এই শব্দহীন অব্যাক্ত প্রতিক্রিয়ায় আমরা খুব আনন্দ বোধ করি এই ভেবে যে, সে আমাদেরকে প্রত্যুত্তর দিচ্ছে আর আবেগি করছে।   এই যে নির্মোহ ভালোবাসার আদান-প্রদান, এতে কোন দেনা-পাওনার হিসেব নেই, আছে শুধু আবেগ আর হৃদয় নিংড়ানো টান। পোষা প্রাণীর ক্ষেত্রেও পালক মানুষ সেই একি আবেগের সন্ধান পায়। বোবা প্রাণীটি একটি ছোট্ট শিশ