সম্প্রতি এক আত্মীয়ার কাছে শুনলাম প্রচণ্ড দুশ্চিন্তায় উনি এক রাতে জ্ঞান হারিয়ে নাকি হসপিটালে ভর্তি হন। কারণ জানতে চেয়ে শুনলাম পরের দিন তার সন্তানের পিএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছিল তাই উনি দুশ্চিন্তায় উচ্চ রক্ত চাপের শিকার হয়ে জ্ঞান শূন্য হয়ে জান। ঘটনাটি শুনে আমার আরেক আত্মীয়া বলে উঠলেন, ‘ও কি এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছে যে কারণে ওকে এত দুশ্চিন্তা করতে হবে!!!’ ভাগ্য সহায় ছিল যে এই সব কথাবার্তা শুনে আমার জ্ঞান লোপ পাই নি সেদিন, তবে অন্যরকম দুশ্চিন্তা আমার মাথায় ভর করে যে কারণে আজকের এই লেখা। উপরের ঘটনাটি মোটেও বানিয়ে বলা নয়। এই ছোট্ট ঘটনাটি আমাদের সমাজের একটি বড় ব্যাধির খন্ড চিত্র মাত্র। আমাদের বর্তমান সমাজের বাবা-মা সন্তানের ভালো চেয়ে অনেক সময় তাদের সাংঘাতিক পরিমাণে ক্ষতির মুখে ফেলে দিচ্ছেন অজান্তেই। বিষয়টি আমি ব্যাখ্যা করে বলছি। আশা করছি মনোযোগ দিয়ে পড়বেন। PC: Google Image বেশিরভাগ পরিবারেই লক্ষ্য করা যায় ছোট ছেলেমেয়েদের অনেক বেশি চাপ প্রয়োগ করা হচ্ছে পড়ালেখার জন্য। প্রায়শ দেখা যাই বাবা-মায়েরা নিজের ছেলে মেয়েকে অন্যের ছেলে-মেয়ের সাথে তুলনা করে যাচ্ছেন যা বাচ্চাদের উপর প্রচণ...