Skip to main content

Posts

Showing posts from 2019

শিশুর প্রকৃত শিক্ষা এবং মূল্যবোধের বিকাশে মা-বাবার ভূমিকা

সম্প্রতি এক আত্মীয়ার কাছে শুনলাম প্রচণ্ড দুশ্চিন্তায় উনি এক রাতে জ্ঞান হারিয়ে নাকি হসপিটালে ভর্তি হন। কারণ জানতে চেয়ে শুনলাম পরের দিন তার সন্তানের পিএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছিল তাই উনি দুশ্চিন্তায় উচ্চ রক্ত চাপের শিকার হয়ে জ্ঞান শূন্য হয়ে জান। ঘটনাটি শুনে আমার আরেক আত্মীয়া বলে উঠলেন, ‘ও কি এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছে যে কারণে ওকে এত দুশ্চিন্তা করতে হবে!!!’ ভাগ্য সহায় ছিল যে এই সব কথাবার্তা শুনে আমার জ্ঞান লোপ পাই নি সেদিন, তবে অন্যরকম দুশ্চিন্তা আমার মাথায় ভর করে যে কারণে আজকের এই লেখা। উপরের ঘটনাটি মোটেও বানিয়ে বলা নয়। এই ছোট্ট ঘটনাটি আমাদের সমাজের একটি বড় ব্যাধির খন্ড চিত্র মাত্র। আমাদের বর্তমান সমাজের বাবা-মা সন্তানের ভালো চেয়ে অনেক সময় তাদের সাংঘাতিক পরিমাণে ক্ষতির মুখে ফেলে দিচ্ছেন অজান্তেই। বিষয়টি আমি ব্যাখ্যা করে বলছি। আশা করছি মনোযোগ দিয়ে পড়বেন। PC: Google Image বেশিরভাগ পরিবারেই লক্ষ্য করা যায় ছোট ছেলেমেয়েদের অনেক বেশি চাপ প্রয়োগ করা হচ্ছে পড়ালেখার জন্য। প্রায়শ দেখা যাই বাবা-মায়েরা নিজের ছেলে মেয়েকে অন্যের ছেলে-মেয়ের সাথে তুলনা করে যাচ্ছেন যা বাচ্চাদের উপর প্রচণ...

Study abroad with scholarship: Guidelines for beginners

Those who are interested in post-graduation abroad should plan ahead of time. Remember, it might take at least 1 year to fully understand the whole process and then get the chance to have the admission. I would like to share my personal views on the steps for preparing for higher education abroad. Step 1. Determine your subject and what type of degree (Coursework or Research or a blend) you want to achieve with self-conviction. Step 2. Make a list of the countries where you want to study. Because depending on the country, admission requirements, funding sources, application and admission process and graduation time change. All these are vital considerable facts to make a plan in accordance with your need. For example, not all country requires GRE for application and if you choose such a country and take full-time GRE preparation, you are wasting your time. Again, in the UK most of the Masters programs are one-year but in Australia, the minimum length of Masters is 1.5 yea...

Can I be a Leader?

Leadership is one of the key skills to acquire better employability and future up-gradation in your career. Be it business or be it job, you can never skip this skill for growth. Leadership is all about your mindset and absolute positive attitude. A good leader never says he is a leader but his activities show that he is the leader and he clearly stands out of the crowd. A true leader never shows off rather he is very honest on his purpose and he just keeps going on to reach the purpose. Now the question comes: Can I be a leader? Can anyone be a leader? How to develop leadership skills? The very first answer is, yes, you can be a leader. In fact, anyone can be a leader by acquiring some skills and qualities. Source: Google Image To be a leader, first of all, you need to determine that you have to develop the skill. Then you need to understand what it really means to be a leader. Once you understand the true meaning of the leadership, you will know what to develop...

Self-motivational kits for tertiary students: A brief guide to purposeful destination

In my little experience in tertiary teaching profession, I have found that most of the students do not find any meaningful purpose for their higher education. They are blindly running after getting grades and degrees and they believe with those degrees they will get a good or a random job meaning they grow a money-making tendency. By this time, they miss to find the bigger picture of the mind and do not see any meaningful purpose which can satisfy their minds and motivate them to do hard work to accomplish the purpose. Eventually, many of them feel extremely frustrated and consider their coursework as a great burden. But why? Probably, because of lack of expressive purpose, they cannot convince their mind to go for extra mileage in terms of hard work. Verily, just a job cannot be the purpose of life, as there is something deeper inside which feeds our soul to go beyond our capacity to thrive and grow. That’s the purpose! Say for example, someone likes to work in a hospital as a d...

ভেটেরিনারী পেশা: একটি সাধারণ দৃষ্টিকোণলব্ধ উপলব্ধি

প্রাণী চিকিৎষকের পেশাকে ভেটেরিনারী পেশা ( Veterinary Profession ) বলা হয়ে থাকে। প্রাণী চিকিৎষকদের সংক্ষেপে ভেট ( Vet ) - এই ডাকনামে ডাকা হয়। আমরা হয়ত অনেকে এই পেশা সম্পর্কে খুব বেশি একটা জানি না। বিশেষত কারো যদি কোন পোষা প্রাণী না থেকে থাকে কিংবা গৃহপালিত প্রাণী   পালন করা না দেখে থাকেন, তার পক্ষে প্রাণী চিকিৎষক সম্পর্কে না জানাটা খুবি স্বাভাবিক একটা ব্যাপার। আর মানুষ-প্রাণীর সম্পর্কের গভীরতা জানা ব্যতিরেকে ভেটেরিনারী পেশার মাহাত্ম্য বুঝা কঠিন। মানুষ ও প্রাণীর সম্পর্কও যে কত গভীর হতে পারে , কত আবেগঘন হতে পারে তা না দেখলে বুঝা দুষ্কর। ধরুন, ছোট্ট একটি শিশু।   সে কথা বলতে পারে না। আমরা যখন তাকে আদর করি, সে আমাদের সাথে যোগাযোগ করে তার শান্ত-মিষ্টি চাহনি আর নিষ্পাপ হাসি দিয়ে। তার এই শব্দহীন অব্যাক্ত প্রতিক্রিয়ায় আমরা খুব আনন্দ বোধ করি এই ভেবে যে, সে আমাদেরকে প্রত্যুত্তর দিচ্ছে আর আবেগি করছে।   এই যে নির্মোহ ভালোবাসার আদান-প্রদান, এতে কোন দেনা-পাওনার হিসেব নেই, আছে শুধু আবেগ আর হৃদয় নিংড়ানো টান। পোষা প্রাণীর ক্ষেত্রেও পালক মানুষ সেই একি আবেগের সন্ধান পায়। বোবা প্রাণীটি ...

Veterinary Profession: A non-vet perspective and perception

Perhaps one cannot realize how strong a relationship can be with an animal if he didn’t experience to keep a pet or didn’t see to raise a domestic animal. The bondage in no way is lesser than the human relationship which is particularly based on emotions. When a little kid communicates with us with its speechless cute smile and eye contact, we feel so good to receive the responses to our touch. We feel the heart touching emotions out of that very non-verbal communications. There is no give-and-take situation which signifies the innocence of love! The same situation emerges when you have a pet that can’t speak but respond gently, friendly and playfully. While you are at home, your pet follows you all the time. When it is the time to come back from the office or outside, he waits for you in front of the door as a family member does. They rush to you as soon as you enter the home to make you understand that he has missed you so much. Similarly, when the pet is out of your home, mean...